দিনাজপুর জেলার ফুলবাড়ী থানায় অবস্থিত সুজাপুর মডেল উচ্চ বিদ্যালয়টি একটি ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে আজো সুধী সমাজে ব্যপক সমাদৃত। বিবেকবান মানুষ গড়ার কারিগর হিসেবে প্রতিষ্ঠানটি যাত্রা শুরু করেছিল ১৯১৯ সাল থেকে। মানবতার বিকাশ এবং সম্মুখী উন্নয়ন ও প্রগতিতে মননশীল, যুক্তিবাদী, কুসংস্কারমুক্ত, পরমত সহিষ্ণু, দেশপ্রেমিক, অসম্প্রদায়িক, কর্মকুশল নাগরিক গড়ে তোলার লক্ষ্য নিয়ে বিদ্যালয়টি সামনের দিকে এগিয়ে চলছে। এই অগ্রতার পিছনে শিক্ষক-কর্মচারী, শিক্ষার্থী অভিভাবক, ফুলবাড়ীবাসী, বিদ্যালয় পরিচালনা পরিষদেও সদস্যবৃন্দ। সর্বোপরি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রাথমিক ও গণ শিক্ষা মন্ত্রী এ্যডভোকেট মোস্তাফিজুর রহমান (ফিজার) এমপি মহোদয়ের ঐকান্তিক প্রচেষ্টা ও ভালোবাসা অনস্বীকার্য।
শুভকামনায় আমাদের এই, ঐতিহ্যবাহী প্রতিষ্ঠানটির ঐতিহ্য উত্তরোত্তর বৃদ্ধি পাবে এবং একটি শ্রেষ্ঠ বিদ্যাপীঠে পরিণত হবে এই প্রত্যাশায় করি সকলের কাছে।