সুজাপুর মডেল উচ্চ বিদ্যালয়ের অর্জনের পরিধি যে অনেক দুর পর্যন্ত তা বলার অপেক্ষা রাখে না। ১৯১৯ ইং সাল থেকে এই বিদ্যালয়ের অনেক অর্জন চোখে পড়ার মত। অবিভক্ত বাংলায় ১৯৪৭ ইং সালে এই বিদ্যালয়ের শিক্ষার্থী ৭ম স্থান অধিকার করেন। ১৯৭২ ইং সালে সমগ্র বাংলাদেশের মধ্যে এই বিদ্যালয়ের শিক্ষার্থী ১৪তম স্থান অধিকার করেন। ভারতের এলাহাবাদ হাইকোর্টের প্রধান বিচারপতি ছিলেন এই বিদ্যালয়ের শিক্ষার্থী। পশ্চিম বাংলার পুলিশ সুপার ছিলেন এই বিদ্যালয়ের কৃতি শিক্ষার্থী। এছাড়াও বাংলাদেশ সরকারের ডিআইজি ছিলেন এই বিদ্যালয়ের কৃতি শিক্ষার্থী। এছাড়া বাংলাদেশ সরকারের দুই জন এমপি ছিলেন এই বিদ্যালয়ের ছাত্র। বর্তমান আওয়ামীলীগ সরকারের মাননীয় প্রাথমিক ও গণ শিক্ষা মন্ত্রী মোঃ মোস্তাফিজুর রহমান ফিজার(এমপি) এই বিদ্যালয়ের কৃতি শিক্ষার্থী ছিলেন এবং তিনি এই বিদ্যালয়ের বর্তমান ম্যানেজিং কমিটির সন্মানীত সভাপতি। এছাড়াও বিদ্যালয়টির সার্বিক দিক বিবেচনা করে বাংলাদেশ সরকার বিদ্যালয়টিকে মডেল উচ্চ বিদ্যালয়ে উন্নতি করেন। শিক্ষার্থীর আগ্রহ ও সংখ্যার কারণে বিদ্যালয়টি দুই শিফটে উন্নিত হয়। প্রতিবছরই উপজেলার সকল বিদ্যালয়ের চেয়ে সর্বোচ্চ রেজাল্ট এর সুনাম অর্জন করে থাকে । বিটিভির জনপ্রিয় মেধাবী মুখ অনুষ্ঠানে বিদ্যালয়ের মেধাবী ছাত্রের প্রতিবেদন প্রকাশ পায়।বিদ্যালয়ের সুনামের কারণে মাননীয় শিক্ষা মন্ত্রী মোঃ নুরূল ইসলাম নাহিদ বিদ্যালয়টি পরিদর্শন করেছেন।